ভোটারদের স্বাভাবিকভাবে ভোট দিতে না দেওয়ায় এবং আগে থেকে ব্যালট বাক্স ভর্তি করে রাখার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম।
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের দেওয়ান হাট এলাকায় এক প্রেস ব্রিফিং-এ নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন তিনি।
প্রেস ব্রিফিং-এ আবদুল্লাহ আল নোমান বলেন, ‘পুলিশের সহায়তায় চট্টগ্রামের ৮০ ভাগ ভোট কেন্দ্র দখল করে নিয়েছে সরকারি দলের ক্যাডাররা। সাধারণ ভোটারদেরকে কোনো ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটা কোনো নির্বাচনই নয়। সরকারি দলের ক্যাডাররা আগে থেকে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে সব ব্যালট পেপার বাক্স ভর্তি করেছে নিজেদের পক্ষের প্রার্থীর প্রতীকে সিল মেরে।’
একই প্রেস ব্রিফিং-এ কান্নাজড়িত কণ্ঠে মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, ‘এই মুহূর্ত থেকে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করলাম।’
তিনি বলেন, ‘যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচন নয়। তাই আমি এই নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।’
প্রেস ব্রিফিং-এ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই অবৈধ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারি দল, পুলিশ বাহিনী, নির্বাচন কমিশন যৌথভাবে একটি জালিয়াতির নির্বাচন অনুষ্ঠান করছে। এখানে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। এটা কোনো নির্বাচন হতে পারে না। পুলিশের সহায়তায় চট্টগ্রামের সব ভোটকেন্দ্র সরকারি দলের ক্যাডাররা দখল করে নিয়েছে।’