বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার অভিযোগ করেছেন, উত্তর ও দক্ষিণ সিটিতে পাঁচশতাধিক কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এজেন্ট বিহীন নির্বাচন চলছে। কেন্দ্রগুলোতে নিরব সন্ত্রাস চালাচ্ছে সরকার দলীয় কর্মীরা।’
শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে কমিশন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা সরকার দলীয় কর্মীর মতো আচরণ করছে।’
তিনি জানান, ফকিরাপুল প্রাথমিক বিদ্যালয়, নটরডেম কলেজ, গোড়ান স্কুল, উত্তর গোড়ান প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল, কমলাপুর স্কুলসহ পাঁচশতাধিক কেন্দ্রে এজেন্ট বিহীন নির্বাচন চলছে।
এসময় তিনি ঢাকা মহানগরের ভোটারদের নিবর সন্ত্রাস রুখে দেওয়ার আহ্বান জানান।