একেই বোধহয় বলে অতি লোভে তাঁতি নষ্ট। দুই, তিন কিংবা চার রান নয় ব্যাটসম্যান দৌড়ে নিতে গেল ৬ রান। আর তাতেই ঘটে গেল বিপত্তি। ব্যাটসম্যানকে একেবারে রান আউট হয়ে ফিরে যেতে হল প্যাভিয়িলয়নে। ওভার থ্রোতে নয় একেবারে সরাসরি ফিল্ডারের ছোঁড়া থ্রোয়ে আউট হলেন ব্যাটসম্যান।
ইংল্যান্ডের ক্লাব চ্যাম্পিয়ন্সশিপের এক ম্যাচে ঘটল এমনই ঘটনা। বোলারের ফুল টস বলে সেই ব্যাটসম্যান কভার ড্রাইভ মারেন। বেশ বড় মাঠে দুই জন ফিল্ডার সেই শট বাউন্ডারি থেকে বাঁচাতে ছোটেন। তখন দুই ব্যাটসম্যান ছুটে রান নিচ্ছেন। একেবারে বাউন্ডারি লাইনের ধারে গিয়ে বল বাঁচান ফিল্ডার। ততক্ষণে চার রান নেওয়া গিয়েছে ব্যাটসম্যানের।
ফিল্ডার তার পাশে থাকা সতীর্থকে বলটা ছোঁড়েন, কিন্তু বলটি ধরতে পারেননি সেই ফিল্ডার। ফলে আরও একটা রান চুরি করে নেন ব্যাটসম্যান। এরপর ফের আরও একটা রান নিতে যান ব্যাটসম্যান। ততক্ষণে উইকেটকিপারের প্রান্তে থ্রো করেন ফিল্ডার। ষষ্ঠ রান নিতে গিয়ে বেশ খানিকটা পিছনে পড়েন ব্যাটসম্যান। ফলাফল রান আউট।
সুত্রঃ নয়া দিগন্ত