Search
Close this search box.
Search
Close this search box.

mosharrof

মাত্র এক লাখ টাকায় সিঙ্গাপুরে কর্মী পাঠাবে সরকার। এজন্য প্রাইভেট এজেন্সিগুলো নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

chardike-ad

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে চার দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ফিরেছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রাইভেট এজেন্সিগুলো এখন অসহনীয় পর্যায়ে টাকা নিয়ে অভিবাসন পক্রিয়ায় লোক পাঠাচ্ছে। এখন লোক পাঠাতে সিঙ্গাপুরে ৭ থেকে ৮ লাখ টাকার মতো খরচ হয়ে যায়। তাই আমরা আজ (বৃহস্পতিবার) সকালেই সিদ্ধান্ত নিয়েছি, সিঙ্গাপুরের অভিবাসন প্রক্রিয়াটি সরকারের নিয়ন্ত্রণে আনবোই। আর আমাদের নিয়ন্ত্রণে আসলে জন প্রতি অভিবাসন ব্যয় ও ট্রেনিং খরচ দিয়ে এক লাখের বেশি পড়বে না।’

মন্ত্রী আরো বলেন, ‘কাল রাতেই আমি সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুর একটা আমাদের বাংলাদেশিদের জন্য আশাপ্রদ গন্তব্যস্থল। সুন্দর আইন-কানুন তারা মেনে চলে, বেতন-আদিও সময় মতো দেয়। তবে সেখানে অসহনীয় পর্যায়ে টাকা নিয়ে অভিবাসন পক্রিয়ায় লোক পাঠানো হচ্ছে। যেটা আমরা কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছি না।’

আগে সৌদি আরবে ও আরব আমিরাতে ৬ থেকে ১০ লাখ টাকায় লোক পাঠাতো এজেন্সিগুলো। সেখানে সরকার ‘জিরো কস্টে’ লোক পাঠানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।

প্রাইভেট এজেন্সির নামে চারদলীয় ঐক্যজোট সরকার একটা প্রথা চালু করে দিয়ে গিয়েছিল বলে উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘এই প্রথা যে শোষণের চরম পর্যায়ে দাঁড়াবে তা আমার কল্পনার বাইরে। প্রাইভেট এজেন্সিকে উৎসাহিত করতে গিয়ে, মানুষের যে এত ক্ষতি করবো, তা আমি সেখানে না গেলে, তাদের সাথে না বৈঠক করলে বুঝতাম না। এখন আমরা প্রাইভেট এজেন্সিকে আমাদের নিয়ন্ত্রণে আনতেছি।’

বাংলাদেশ থেকে কর্মীরা কোন শর্তে, কতো বেতনে যাচ্ছে সেগুলো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত অভিবাসন ব্যয় কোনো মতেই কমানো সম্ভব নয় বলে জানান তিনি।