চলতি বিশ্বকাপে ব্যাটসম্যানদের দাপটে পুড়েছেন বোলাররা। ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত টুর্নামেন্টে ছয় হয়েছে ৪৫০টি ও বাউন্ডারি ২১০৯টি। আর এ থেকে ১১১৩৬ রান সংগ্রহ করেছেন ব্যাটসম্যানরা। যা অতীতের কোনো বিশ্বকাপে দেখা যায়নি।
দলগুলো যেমন সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ছেন তেমনি ব্যাটসম্যানরাও ব্যক্তিগত রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছেন। ক্রিকেট বিশ্বকাপে এবারই প্রথম ডবল সেঞ্চুরি হয়েছে। একটি নয় দুটি। ক্রিস গেইল (২১৫) জিম্বাবুয়ের বিপক্ষে এবং মার্টিন গাপটিল (২৩৭) ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকা পর পর দুই ম্যাচে চারশত রান অতিক্রম করে। সব মিলিয়ে বোলাররা নাস্তনাবুদ।
ব্যাটসম্যানদের এমন আধিপত্যে টনক নড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন,‘টি-টোয়েন্টি এর প্রভাব ওয়ানডে এবং টেস্ট খেলার ধরনে ব্যাপক প্রভাব ফেলেছে। যে কারণে ব্যাটসম্যানরা আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক। এ কারণে ফিল্ডিংয়ের নিয়মনীতির পরিবর্তন জরুরী।’
আইসিসির এই প্রধান জানান, শেষ ১০ ওভারে চারজনের পরিবর্তে পাঁচজন ফিল্ডার বৃত্তের বাইরে রাখার প্রস্তাব এসেছে। এটাই হতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।