অস্ট্রেলিয়া দলের সেরা অলরাউন্ডারদের মধ্যে জেমস ফকনার অন্যতম। প্রয়োজনের মুহূর্তে ম্যাচ উইনার হিসেবেও তার বেশ সুনাম রয়েছে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচ প্রসঙ্গে ফকনার জানান, ভারতকে এবার হারিয়ে অস্ট্রেলিয়াই ফাইনালে উঠবে।
জেমস ফকনার এক প্রেস কনফারেন্সে বলেন, ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও কন্ডিশন বিবেচনায় আমরাই এগিয়ে থাকব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি খুবই ব্যাটিং সহায়ক। আশা করছি, বড় স্কোরের ম্যাচই হতে যাচ্ছে। মূল চ্যালেঞ্জটা বোলারদের ওপর থাকলেও আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে দলের হয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে খেলতে পারিনি। ফিটনেসে সমস্যা থাকলেও এখন তা পুরোপুরি কাটিয়ে উঠেছি। ভারতের বিপক্ষে নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।