Search
Close this search box.
Search
Close this search box.

Wasim-Akram-Ramizশুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ইংল্যান্ড-আফগানিস্তানের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন রমিজ রাজা,ওয়াসিম আকরাম ও ইয়ান বিশপ। কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটি কয়েক দফা বন্ধ থাকায় সময় কাটাতেই টেলিভিশনে চোখ রেখেছিলেন হ্যামিল্টনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। কিন্তু এই ম্যাচে বাংলাদেশকে দেখে বিস্মিত স্টার স্পোর্টসের তিন ধারাভাষ্যকার। চলমান বিশ্বকাপে টাইগারদের খেলা দেখে সত্যিই অবাক হয়েছেন সাকেব এই তিন তারকা ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার বিশপের খুব মনে আছে গত আগস্টে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাওয়া বাংলাদেশ দলটির কথা। হারতে হারতে ক্লান্ত ও বিধ্বস্ত ওই বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপের বাংলাদেশ দলটির কোনো মিলই খুঁজে পাচ্ছেন না তিনি। ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের এক ফাঁকে একটা আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে বিশপ বললেন, ‘এই বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষাই অন্যরকম। গত বছরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া দলটির আত্মবিশ্বাসের সঙ্গে এই দলের কোনো কিছুরই মিল নেই।’

chardike-ad

বিশপ আরো বলেন, ‘মুশফিকুর রহিমের মতো ব্যাটসম্যানের কাঁধ থেকে ওয়ানডে অধিনায়কত্বের বোঝা নামিয়ে সঠিক কাজই করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটি এই মুহূর্তে অনেক বেশি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের সাবেক গ্রেট বোলার ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বাংলাদেশী ক্রিকেটের খুব বড় ফ্যান। এই দেশটিতে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা আছে, দলটিতেও ভালো ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু নিজেদের চেনানোটাই বাকি ছিল তাদের। আমার মনে হয় বিশ্বকাপে সেই কাজটা তারা করেছে।’

কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা মনে করেন, ‘বাংলাদেশ দলের ‘অননুমেয়’ ব্যাপারটাই তাদের বড় শক্তি। ব্যাপারটি কোয়ার্টার ফাইনালে কাজে লাগাতে পারে তারা। কারণ ২০১২ এশিয়া কাপে ভারত-শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে গিয়েই বাংলাদেশ নিজেদের চেনাতে পেরেছিল। তারা তখনই সবাইকে জানিয়ে দিয়েছিল, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারে তারা।’