Search
Close this search box.
Search
Close this search box.

nasirপাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদের ওপর ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট সমর্থকেরা। নাসির জামসেদের একটি টুইটার বার্তাকে ঘিরে শুরু হয়েছে এই বিতর্ক।

নাসির জামসেদ তার টুইটার বার্তায় লিখেছেন রুবেল হোসেনের বোলিং-এ ইংল্যান্ড ধংস হয়েছে। তার বাংলাদেশে একটি ধর্ষণ মামলা চলমান। এই ছেলে একজন ফুলটাইম ক্রিমিনাল, পার্ট টাইম ক্রিকেটার।’

chardike-ad

এর ঘণ্টাখানেক আগে, আরেকটি টুইটার বার্তায় নাসির জামসেদ লিখেন, বাংলাদেশে ১৯৭১ সালে যেভাবে জিতেছিল ঠিক সেভাবেই উল্লাস করছে। কিন্তু এবার তারা ভারতের সহায়তা ছাড়াই জয় পেয়েছে।
বাংলাদেশকে পাকিস্তানি ক্রিকেটারের কটাক্ষ, ক্ষুব্ধ সমর্থকেরা

এই ধরণের খোঁচানো মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন বাংলাদেশি সমর্থকেরা। অনেকেই বলছেন বাংলাদেশের জয় নিয়ে এমন নেতিবাচক মন্তব্য পাকিস্তানি ক্রিকেটারের থেকে আশা করি না। বাংলাদেশের জয় নিয়ে তার কটাক্ষ করার কোনো অধিকার নেই। রুবেল হোসেনের বিরুদ্ধে এমন বাজে মন্তব্য কিভাবে করে পাকিস্তানি ক্রিকেটার? ফেসবুক টুইটারে নাসির জামসেদের এমন মন্তব্যে ফুঁসে উঠছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা।