অবিস্মরণীয় এক জয়ের দিন শাস্তির মুখে পড়েছে মাশরাফি বিন মুর্তজা ও তার দল। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পুল ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় পুরো দলকে জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সোমবার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাডিলেইডের ওভালে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে।
এই কারণে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ ফির একটা অংশ জরিমানা দিতে হলেও তা হয়তো মাশরাফিদের খুব একটা ভাবাচ্ছে না। এই ম্যাচেই ১৫ রানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।
জরিমানার অঙ্কটা যে মাশরাফিকে মোটেও ভাবাচ্ছে না, তা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলা তার কথাতেই প্রমাল মেলে। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা এখনও জানেন না কিন্তু ‘স্লো ওভার রেটের’ কারণে আমার ম্যাচ ফির ৪০ শতাংশ এবং অন্যান্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।