আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টর ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর এর কৃতিত্ব পুরোটাই রুবেলের! ফেসবুকে বিভিন্নজনের স্ট্যাটাস আর কমেন্ট দেখলে তাই মনে হবে।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একজন একটি ছড়া লিখেছেন-
বাংলাদেশের প্রাণ,
……… সাকিব আল হাসান।
নড়াইল এক্সপ্রেস,
…………বস ক্যাপ্টেন ম্যাশ।
সাইলেন্ট কিলার ভায়রা,
………মাহমুদুল্লাহকে ভুলবে কারা!
লিটল মাস্টার মুশি,
………করল সবাইকে খুশি।
আর আমাদের তাসকিন,
………ক্রাস খাওয়ইলো রাতদিন।
তবে রুবেল বিশ্বব্যপি,
………বাঙালিদের করল হ্যাপী।
অপর একজন লিখেছেন, ‘রুবেলের অসাধারণ বলে দু দুটি উইকেট তুলে নিল বাংলাদেশ। সেই সাথে রুবেল আমাদের হ্যাপি করে দিলো।’
এভাবে আরো লিখেছেন-
‘ইয়েস রুবেল হ্যাপি মানে সারা বাংলাদেশ হ্যাপি।’
‘রুবেল+ হ্যাপি = বাংলাদেশের সবাই খুশি।’
‘রুবেলের পারফরমেন্সে আমরাও হ্যাপি।’
‘সেলুট রুবেল ভাই।’
‘রুবেলের জন্যই হ্যাপি বাংলাদেশ।’
‘রুবেল ভাই আবারও পুরো বাংলাদেশকে হ্যাপি করে দিলো।’
‘হ্যাঁ রে রুবেল তুইতো পুরো বাংলাদেশটা কেই হ্যাপি করে দিলি।’
‘সাবাস বাংলাদেশ সাবাস রুবেল আমাদের হ্যাপি করার জন্য।’
‘হ্যাপি ১৬কোটি বাঙ্গালি।’
‘সাবাশ বাংলাদেশ!!!!!!! সাবাশ রূবেল!!!!!’
‘রুবেল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে স্পেশাল অভিনন্দন।’
.. এবার মিশন ভারতকে হারানো।
‘আজ আপনি রুবেল নাকি হ্যাপি…হা হা হা।’
‘আরে হ্যাপি হ্যাপি-হ্যাপি – রুবেল ভাইয়া কি ৪টি উইকেট নিয়ে অপরাদ করেছে যে খালি হ্যাপি হ্যাপি– বরং বলো ভাই তোমাকে হাজার হাজার ধন্যবাদ—?’