Search
Close this search box.
Search
Close this search box.
bijoy
এনামুল হক বিজয় (ফাইল ছবি)

কাঁধের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয়

এনামুলের বদলি হিসেবে ইমরুল কায়েসকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এনামুলের বদলি চেয়ে ইতিমধ্যে আইসিসির কাছে আবেদনও করেছেন তারা। আইসিসির সবুজ-সংকেত পেলে বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়া রওনা দিতে পারেন ইমরুল।

chardike-ad

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী  বলেন, ‘এনামুলের বদলি হিসেবে ইমরুলকে চেয়ে আমরা আইসিসির কাছে আবেদন করেছি। ইমরুলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আইসিসির সবুজ-সংকেত পেলে আজ (বৃহস্পতিবার) রাতেই তাকে অস্ট্রেলিয়া পাঠানো হবে।’

বৃহস্পতিবার বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান এনামুল। পরে তাকে মাঠ থেকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্ক্যান করে দেখা যায়, এনামুলের ডান কাঁধের হাড় সরে গেছে। ফলে চিকিৎসকরা এনামুলকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তাই টিম ম্যানেজমেন্ট এনামুলকে খেলানোর ঝুঁকি নিতে চাচ্ছেন না। তবে এনামুলকে এখনই দেশে ফেরত আনা হচ্ছে না। দলের সঙ্গে রেখেই তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী।