Search
Close this search box.
Search
Close this search box.

mahbub-alamরিভিউ আবেদন দায়েরের মাধ্যমে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

chardike-ad

মাহবুবে আলম বলেন, ‘কামারুজ্জামানের রিভিউ অগ্রাধিকার ভিত্তিতে শুনানির দিন ধার্যের জন্য আমরা আজই দরখাস্ত নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যাব।’

কামারুজ্জামানের আইনজীবীরা যেসব কথা বলেন, সেগুলো আদালত অবমাননা হওয়ার মতো বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজ রিভিউ আবেদন দাখিল করেন তার আইনজীবীরা।