বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে এই সহজ জয় টাইগারদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জাগিয়ে রাখল। এর আগে বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হয়।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ইউকেট হারায় ৪টি।