Search
Close this search box.
Search
Close this search box.

usa ambassadorবাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে সংলাপের উদ্যোগ দেশের মানুষকেই নিতে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

মঙ্গলবার ঢাকাস্থ আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশে আসার পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

chardike-ad

বার্নিকাট বলেন, বাংলাদেশের এই রাজনৈতিক সহিংসতায় আমেরিকা উদ্বিগ্ন। এ সহিংসতা বন্ধ হওয়া দরকার। চলমান সংকট নিরসের লক্ষে সংলাপের উদ্যোগ দেশের মানুষকেই নিতে।

তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। জনগণ সরকারকে সাহায্য করতে পারে মাত্র।

বার্নিকাট বলেন, মধ্যপ্রচ্যে আইএস দমনে যুক্তরাষ্ট্র যে জোট করেছে বাংলাদেশ সেটাকে সমর্থন করবে।