বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে সংলাপের উদ্যোগ দেশের মানুষকেই নিতে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
মঙ্গলবার ঢাকাস্থ আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশে আসার পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
বার্নিকাট বলেন, বাংলাদেশের এই রাজনৈতিক সহিংসতায় আমেরিকা উদ্বিগ্ন। এ সহিংসতা বন্ধ হওয়া দরকার। চলমান সংকট নিরসের লক্ষে সংলাপের উদ্যোগ দেশের মানুষকেই নিতে।
তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। জনগণ সরকারকে সাহায্য করতে পারে মাত্র।
বার্নিকাট বলেন, মধ্যপ্রচ্যে আইএস দমনে যুক্তরাষ্ট্র যে জোট করেছে বাংলাদেশ সেটাকে সমর্থন করবে।