জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে দেশটির উপকূলীয় এলাকায় ছোট আকারের জলোচ্ছ্বাস (সুনামি)হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
উপকূলীয় এলাকার স্থানীয় জেলেরা জানান, আইওয়াটা এলাকার ওপর দিয়ে প্রায় ১০ সেন্টিমিটার জলোচ্ছ্বাস বয়ে গেছে। জাপানের আবহাওয়া অধিদফতর উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। ওই এলাকাটি সাধারণত সুনামির ঝুঁকিপ্রবণ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইওয়াটা একটি গ্রামীণ এলাকা। এখানে ১৩ লাখ লোক বাস করেন। একটি পরমাণু কেন্দ্রও রয়েছে এখানে। স্থানীয় ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে।
তথ্যসূত্র : সিএনবিসি।