Search
Close this search box.
Search
Close this search box.

australiaবিশ্বকাপের ২য় ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অসিদের দেওয়া ৩৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে ২৩১ রানে অলআউট হয় ইংলিশরা। ব্যক্তিগত ৯৮ রানে অপরাজিত থাকেন জেমস টেইলর।

এর আগে ৪.৪ ওভারে মিশেল স্ট্যার্কের বলে জর্জ বেইলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী (১০)। ৯.৪ ওভারে মিশেল মার্শের বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের দিকে হাঁটেন গেরি ব্যালেন্স (১০)।

chardike-ad

১৩.৪ ওভারে মিশেল মার্শের বলে আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান ইয়েন বেল (৩৬)। পরের বলেই হ্যাডিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিও রুট (৫)।

১৭.৪ ওভারে মিশেল মার্শের বলে ব্রেড হ্যাডিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মর্গান (০)। ২১.২ ওভারে মার্শের বলে আউট হন বাটলার (১২)।

৩৫.২ ওভারে মিশেল জনসনের বলে আউট হন ক্রিক ওয়াকস (৩৭)। এর আগে জেমস টেইলরের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন তিনি। ৩৬.১ ওভারে স্ট্রুয়েট ব্রডকে (০) আউট করেন মিশেল স্টার্ক।

৩৭.১ ওভারে আবারও আঘাত হানে মিশেন জনসন। বোলিংয়ের পর একক প্রচেষ্টায় ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে ফেরান স্টিভেন ফিনকে (১)। ৪১.১ ওভারে জেমস অ্যান্ডারসন (৮) রান আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস। আর ২ রানে আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জেমস টেইলর।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মিশেল মার্শ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মিশেল জনসন এবং মিশেল স্টার্ক।

আজ শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অসিদের ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক মর্গান।

অস্ট্রেলিয়া শিবিরের ১ম উইকেটের পতন হয় ৭.৩ ওভারে। ব্যক্তিগত ২২ রানে স্ট্রুয়েট ব্রডের বলে বোল্ড হন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। পরের বলেই শেন ওয়াটসনকে (০) আউট করেন স্ট্রুয়েট ব্রড।

১০.৩ ওভারে স্টিভেন স্মিথকে (৫) প্যাভিলিয়নে ফেরান ক্রিক ওয়াকস। ৩৬.৩ বলে রান নিতে গিয়ে আউট হন অ্যারন ফিঞ্চ (১৩৫)। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৪র্থ উইকেটে বেইলির সঙ্গে ১৪৬ রানে জুটি গড়েন ফিঞ্চ।

ইনিংসের ৩৮.১ ওভারে ফিনের বেল বোল্ড হন বেইলি (৫৫)। ৪৫.১ ওভারে প্যাভিলিয়নে ফিরেন মিশেল মার্শ (২৩)। ফিনের বলে জিও রুটে হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

৪৯.৪ ওভারে আউট হন ব্রেড হ্যাডিন। ফিনের বলে হ্যাডিনের ক্যাচটি ধরেন স্ট্রুয়েট ব্রড। পরের বলেই জিও রুটের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরেন ম্যাক্সওয়েল (৬৬)। এর আগে মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত রান করেন ম্যাক্সওয়েল।

ফিনের করা শেষ ওভারের শেষ বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিশেল জনসন (০)। এটি চলতি বিশ্বকাপের ১ম হ্যাট্রিক।

সূত্র: ক্রিকইনফো