Search
Close this search box.
Search
Close this search box.

gaibandhaঅবশেষে আদালতের হস্তক্ষেপেই ১৪ বছর পর স্ত্রী পেয়েছে স্বামীর এবং সন্তান পেয়েছে তার জন্মদাতা বাবার স্বীকৃতি। গাইবান্ধার সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের ছামিনা বেগম ও হিটলু মিয়া (১৩) পারিবারিক আদালতে মামলা রায়ে এই স্বীকৃতি পেয়েছেন।

জানা যায়, সাঘাটা উপজেলার যোগীপাড়া গ্রামের মৃত ওছিজ্জামন সরকারের ছেলে হিটলার জাহিদুলের (৪৩) সঙ্গে ভালোবাসা ও দৈহিক সম্পর্কে গড়ে ওঠে একই গ্রামের মুনছের আলীর মেয়ে ছামিনা বেগমের (৩০)। তাদের ভালোবাসা ও দৈহিক সম্পর্কের একপর্যায়ে ১৩ বছর আগে ছমিনা বেগম একটি ছেলে সন্তান জন্ম দেন। সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে দরিদ্র ছামিনা বেগম স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মাতব্বরদের কাছে কাকুতি মিনতি করেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।

chardike-ad

অবশেষে ২০১২ সালে ১ ফেব্যুয়ারি ছামিনা বেগম সন্তানের পিতৃপরিচয় ও ভরণপোষণের জন্য স্বামী হিটলারের বিরুদ্ধে গাইবান্ধা পারিবারিক আদালতে একটি মামলা করেন।

অবশেষে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ সংক্রান্ত চলমান এই মামলাটি বৃহস্পতিবার আদালতের হস্তক্ষেপেই আপোষ-মিমাংসায় নিষ্পত্তি হয়। সাঘাটা আদালতের বিচারক সহকারি জজ মো. সোয়েব উদ্দিন খান মামলাটি আমলে নিয়ে উভয়পক্ষের বক্তব্য শুনে আপস-মীমাংসার প্রস্তাব দেন। পরে হিটলার সহজেই বিচারকের উপস্থাপিত পরামর্শটি গ্রহণ করেন এবং ছামিনা বেগমকে স্ত্রীর ও সন্তান হিটলুকে ছেলের মর্যাদাসহ ভরণপোষণের দায়ভারগ্রহণ করেন।

বৃহস্পতিবারই উভয়পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান ও আ. ওয়াজেদ মন্ডলের উপস্থিতিতে তাদের বিবাহনামা সম্পন্ন হয়।