Search
Close this search box.
Search
Close this search box.

in-300-iraq-syria-border-maশ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরাকের বিদায়ী রাষ্ট্রদূত শাকির কাসিম মাহদী। তিনি গতকাল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত শাকির ইরাকে শুরু হওয়া বিশাল উন্নয়ন কর্মযজ্ঞে বাংলাদেশী শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলে বৈঠকে জানান। দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

chardike-ad