জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি বিয়ুং হুনকে ব্ল্যাকমেইল করার চেষ্টার দায়ে জনৈক কোরিয়ান সংগীতশিল্পী ও একজন উঠতি মডেলকে কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। বৃহস্পতিবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালত মডেল লি জি ইয়নকে ১৪ মাসের ও গার্ল গ্রুপ গ্ল্যামের সদস্য কিম দে হিকে এক বছরের জেল প্রদান করে।
আদালতের রায়ে বলা হয় অভিযুক্তরা ৪৪ বছর বয়সী অভিনেতার অসংলগ্ন কথাবার্তার একটি ভিডিওচিত্র গোপনে ধারণ করে সেটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ৫শ’ কোটি উওন অর্থ দাবী করে। পাশাপাশি মডেল মেয়েটি সবাইকে বলে বেড়াতে শুরু করে যে লি’র সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে যা অভিনেতার মানহানির কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয় অভিনেতা লি গত আগস্টে আইনের আশ্রয় নিলে ওই দুই তরুণী দাবী করতে থাকে যে লি অর্থের বিনিময়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। তদন্তে মূল ঘটনা উন্মোচিত হওয়ার পর প্রসিকিউশন বিবাদীদের তিন বছর করে কারাদণ্ড প্রদানের সুপারিশ করে।