sakib‘আপন চোখে, ভিন্ন চোখে’— সাকিব আল হাসানকে নিয়ে লেখা ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা এ বইটির মোড়ক উন্মোচন হয় গতকাল। শাহবাগে অবস্থিত পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশসেরা এ ক্রিকেটারের মা শিরিন আখতার।

প্রথমবারের মতো এককভাবে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বাংলায় প্রকাশিত এ বইটিতে উঠে এসেছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবের ব্যক্তি ও খেলোয়াড় জীবনের নানা দিক ও সেসবের ব্যাখ্যা। রয়েছে তার নিজের জীবনের নানা জানা-অজানা বিষয় নিয়ে দীর্ঘ সাক্ষাত্কার। এছাড়া তার খেলার দর্শন ও ধরন ছাড়াও শীর্ষ ক্রিকেটার সম্পর্কে কথা বলেছেন তার ব্যক্তি ও খেলোয়াড় জীবনের পরিচিতরা।

chardike-ad

গতকাল সাকিবের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।