etvবেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ইটিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। ‘গণতন্ত্রের কালো দিবস’ উপলক্ষে লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য প্রচার করায় সোমবার বিকাল থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
যদিও চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সম্প্রচারে আছেন। তবে বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখা যাচ্ছে না বলে গ্রাহক ও দর্শকরা জানিয়েছেন।
চ্যানেলটির সিনিয়র সাংবাদিক অখিল পোদ্দার গণমাধ্যমকে জানান, অফিসে সম্প্রচার কার্যক্রম চললেও বাইরের কিছু জায়গায় অনুষ্ঠান দেখা যাচ্ছে না বলে দর্শকদের অভিযোগ আসছে।
সূত্রঃ কালের কণ্ঠ