plane-crash

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি বনভূমি অঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেল এক শিশু। তবে এ দূর্ঘটনায় বিমানের অপর ৪ আরোহী মারা গেছেন।

chardike-ad

শুক্রবার বিমানটি বিধ্বস্তের পর ধ্বংসস্তুপ থেকে জীবিত বেরিয়ে এসেছে ৭ বছর বয়সী একটি মেয়ে। মার্কিন পুলিশ এ খবর জানিয়েছে। খবর এনডিটিভির।

দুর্ঘটনাস্থলে ৪জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেনটাকি রাজ্যের পুলিশ কর্মকর্তা সার্জেন্ট ডিন প্যাটারসন। তিনি বলেন, নিহতদের একজন পাইলট ও অন্যরা আরোহী।

ফেসবুকে এক বিবৃতিতে ওই পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় এক বাসিন্দা জরুরি ফোন করে পুলিশকে জানায়, শিশুটি পায়ে হেঁটে তার বাড়িতে এসে বিমান দুর্ঘটনার কথা বলে। শিশুটি ওই বিমানে ছিল বলেও জানায়।

এ ঘটনার পরই তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং খোঁজাখুজির পর ছোট বিমানটি দেখতে পান।

শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা তেমন গুরুতর নয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।