রাজধানীর মুগদায় ম্যানহোল পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসক্রিয়ায় দুই পরিচ্ছন্নতাকর্মী মারা গেছে। এরা হলেন নুরু (৬০) ও বিল্লাল (৫৫)।
শুক্রবার বিকালে মানিকনগর মডেল স্কুল রোডে এ ঘটনা ঘটে।
সহকর্মী বাবুল জানান, বিকাল ৩টার দিকে তারা তিনজন ম্যানহোল পরিষ্কারের কাজ করছিলেন।এর মধ্যে নুরু ও বিল্লাল ম্যানহোলের ভেতরে নামেন। অনেকক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে বাবুল ম্যানহোলে উঁকি দিয়ে দুইজনকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।
পরে উদ্ধার করে ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে নুরু ও বিল্লালের মৃত্যু হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ধারণা করা হচ্ছে, ম্যানহোলের গ্যাসক্রিয়ায় তারা মারা গেছে।