Search
Close this search box.
Search
Close this search box.

accidentঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস খাড়ে পড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজাপুরের বিশ্বাস বাড়ির সামনে খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হতাহতদের উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসী।

chardike-ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে যাত্রীবাহী বাস খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাস বাড়ি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারায়। পরে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকরা ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় নয়জন যাত্রী নিহত হয়েছেন।