জামায়াতকে নিষিদ্ধ করার আইন অনুমোদনের জন্য জানুয়ারিতেই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে মন্ত্রিসভায় একটি সংশোধিত আইনের খসড়া উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলেই পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের কাছে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকার চাইলেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, আইনী প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু হবে। ১৯৭১ সালে তারা যে অপরাধ করেছিল, সংগঠন হিসেবে এর বিচার হবে।’