Search
Close this search box.
Search
Close this search box.

google-car

আগামী বছরেই দেখা মিলতে পারে গুগলের চালকহীন গাড়ির।

chardike-ad

সোমবার এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, এ গাড়ির চূড়ান্ত ডিজাইন প্রকাশ করেছে টেক জায়ান্টটি।

পূর্বে প্রকাশিত ডিজাইনের সাথে এর খুব বেশি পার্থক্য নেই।

এটি দেখতে অনেকটা খেলনা পুলিশ গাড়ির মতো। এমনকি এতে প্রকৃত কোনো হেডলাইট নেই।

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, আজ আমরা এমন এক উপহারের মোড়ক উন্মোচন করছি, যা ছুটির দিনের জন্য সবার সেরা: আমাদের সেলফ ড্রাইভিং ভিহিকলের প্রথম বাস্তব রূপ।

টেক জায়ান্ট আরও জানিয়েছে, আগামী বছরেই ক্যালিফোর্নিয়ার রাস্তায় চলাচল শুরু করতে পারে এ গাড়ি।

প্রায় ৭ লাখ মাইল পরীক্ষামূলক চালনোর গুগলের ইঞ্জিনিয়াররা এ গাড়িকে নিয়ন্ত্রণকারী সফটওয়্যারকে আরও উন্নততর করে তুলেছেন।

জানা গেছে, গুগল প্রাথমিকভাবে ১০০ ইউনিট ড্রাইভারহীন গাড়ি প্রস্তুত করতে পারে।

তবে ২০১৭ সালের আগে এ গাড়ি বাজারে আসার সম্ভাবনা নেই।