ফ্রান্সে মুসলিম বিরোধী মন্তব্য করায় আই টেলে নামের এক সংবাদ চ্যানেলের উপস্থাপিকাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনার পর ফ্রান্স জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ব্রিটেনের দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এরিক জেমোর নামে ওই ইহুদি সাংবাদিক সম্প্রতি ইটালির এক সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাতকারে মন্তব্য করেন, ফ্রান্সকে বিশৃঙ্খলা এবং সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা করতে সেদেশের ৫০ লাখ মুসলিমকে বহিস্কার করা ছাড়া উপায় নেই। তিনি বলেন, এই পদক্ষেপ খুব কঠিন কিন্তু প্রয়োজনীয়।
বিবিসি জানায়, ইটালিয় ভাষায় প্রকাশিত তার এই সাক্ষাৎকারটি বেশি কিছুদিন কারও চোখে পড়েনি। তবে ফ্রান্সের বামপন্থী একটি রাজনীতিক তার ব্লগে জেমোরের এই সাক্ষাতকারটি ফরাসী ভাষায় অনুবাদ করে প্রকাশ করলে বিতর্কের ঝড় শুরু হয়।
বিতর্কের মাঝে আই টেলে কর্তৃপক্ষ জেমোরকে চাকরিচ্যুত করে। তবে তার এই চাকরিচ্যুতি নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক। বর্ণবাদ বিরোধী রাজনীতিক সংগঠনগুলো আই টেলে টিভি চ্যানেল কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে দক্ষিণপন্থী রাজনীতিকদের অনেকেই তার চাকরিচ্যুতির কড়া সমালোচনা করছেন। এমনকি বামপন্থীদের অনেকেও বলছেন, এই চাকরিচ্যুতি মত প্রকাশের স্বাধীনতার জন্য ক্ষতিকর।