Search
Close this search box.
Search
Close this search box.

friends-like1

বাস্তবতার নির্মমতায় পৃথিবীতে সবার সম্পর্কই যেন খাদ্য এবং খাদকের। একদল ছোটে প্রাণ নিয়ে, আরেক দল প্রাণ নিতে। যেন সবকিছুতে জড়িয়ে আছে প্রাণ বাঁচানোর দায়। শিকার-শিকারীর বিভেদ ভুলে বন্ধুত্ব গড়ে তোলা শুধু কল্প কাহিনীতেই শোনা যায়। তাই বাস্তবে যদি এমনটি ঘটে, তবে তাকে অঘটনই বলতে হয়।

chardike-ad

সম্প্রতি এমন এক অঘটনের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। দেখা গেছে, প্রাণের মায়া ভুলে খাদ্যজালের উপরের তলার বাসিন্দা চিতাবাঘের সাথে বন্ধুত্ব গড়ার দুঃসাহস দেখিয়েছে এক হরিণ শাবক। বিনিময়ে অবশ্য প্রাণ যায়নি তার। উল্টো চিতাবাঘ মহাশয় খাদ্য-খাদকের সম্পর্ক ভুলে হরিণ ছানার আহ্বানে সাড়া দিয়েছে সানন্দে। এরপর দুজনে মেতে উঠে শিকার-শিকারী খেলায়। তাদের দেখাদেখিতে কৌতুহল সংবরণ করতে না পেরে ছুটে আসে আরও দুটি চিতা বাঘ। না, তখনও কোনো অঘটন ঘটেনি। দেখা গেছে, হরিণ ছানার মাংস দখলে নয়, চিতা বাঘের পাল তার সাথে খুনসুঁটিতে ব্যস্ত হয়ে পড়েছে। (ডেইলি মেইল)

 

friends-like2

 

friends-like3

 

friends-like4

 

friends-like5

 

friends-like6