blast-in-chemical-truck-

ভারতের দিল্লি-জয়পুর মহাসড়কে রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

chardike-ad

রোববার সকালে জয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে চান্দাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দিল্লি-জয়পুর মহাসড়কে সকাল ৮টায় একটি দুর্ঘটনার কারনে কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাসায়নিক বহনকারী ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে এসব যানবাহনকে ধাক্কা দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে রাস্তায় থাকা বেশকিছু যানবাহনেও আগুন ধরে যায়।