চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও ভিএক্সের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
নিহত শিক্ষার্থী সিএফসি গ্রুপের। তার নাম- তাপস পাল। সে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ছাত্র।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের আলাউদ্দিন, মৃত্তিকা বিভাগের সাব্বির ও সাকিব।রোববার বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়া শেষে হলে ফেরার পথে দুই গ্রুপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে শাহজালাল হলের সামনে পৌঁছালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়।
এতে তাপস গুলিবিদ্ধ হয় এবং বাকিরা আহত হয়। গুলিবিদ্ধ তাপসকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো জানা যায়, উভয় গ্রুপই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন চৌধুরীর অনুসারী।
এ দিকে ভিএক্স গ্রুপের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা জালাল এবং সিএফসি গ্রুপের নেতৃত্ব দেন অমিত কুমার বসু ও সুমন মাহমুদ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’