ershadজাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ১৯৭১ সালে দেশে যে গুম, হত্যাকাণ্ড চলেছিল, এখনো সেটা চলছে। গত নয় মাসে সারা দেশে  ৮২ জন খুন হয়েছেন।

রোববার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, মানুষ বর্তমান অবস্থার পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টি এ পরিবর্তন আনতে পারে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে।

chardike-ad

তিনি বলেন, ‘আমি প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন করি। এর আগে এটা ছিল বিরাম ভূমি। আমিই প্রথম রাষ্ট্রপতি হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।’