যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর আটককৃত সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদে সিআইএর বর্বর নির্যাতনের কথা স্বীকার করেছেন গোয়েন্দা সংস্থাটির পরিচালক জন ব্রেনান।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে সিআইএর প্রতি এই অভিযোগকে আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের কিছু পদ্ধতি ছিল জঘন্য।
তবে তা থেকে মূল্যবান তথ্য সংগ্রহ করে একই ধরনের আক্রমণ প্রতিহত করে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিআইএ’র কর্মকর্তাদের জেরার পদ্ধতি নিয়ে মার্কিন সিনেটে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে এসব মন্তব্য করেন জন ব্রেনান।
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান হামলার পর ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সন্দেহভাজনদের ওপর ব্যাপকভাবে এই জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হয়।
পরবর্তীতে বারাক ওবামা ২০০৯ সালে এই কর্মসূচী বন্ধ করে দেন।
জিজ্ঞাসাবাদে নানান ধরনের ভয়াবহ নির্যাতনমূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে সিনেটের রিপোর্টে ওঠে আসে।
ওই প্রতিবেদন প্রকাশের পর জিজ্ঞাসাবাদের সাথে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য দাবি তুলে জাতিসংঘ ও বেশ কিছু মানবাধিকার সংস্থা।
তথ্যসূত্র: বিবিসি।