Search
Close this search box.
Search
Close this search box.

astha_agarwal-facebookমাত্র ২০ বছর বয়সে ২ কোটি ১০ লাখ রুপি বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন এক ভারতীয় তরুণী এবং তাও আবার ফেসবুকের মতো প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

মঙ্গলবার এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আস্থা আগারওয়াল নামের এই তরুণী সম্প্রতি ফেসবুকে সামার ইন্টার্নশিপ শেষ করার পরপরই প্রতিষ্ঠানটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের প্রস্তাব পেয়েছেন।

chardike-ad

শুধু তাই নয়, গুগলের কাছ থেকেও একই ধরনের চাকরির প্রস্তাব পেয়েছেন ভারতের জয়পুরের এই মেয়ে।

তবে আস্থা ফেসবুকেই যোগদানের ব্যাপারে মনস্থির করেছেন।

তিনি জানান, সাইন-আপ বোনাস এবং ইএসওপি মিলিয়ে তাকে বছরে ভারতীয় মুদ্রায় ২ কোটি ১০ লাখ রুপি বেতনের প্রস্তাব দিয়েছে ফেসবুক।

তবে টাকার অংকই মুখ্য নয় আস্থার কাছে। তার মতে, ফেসবুকে কাজ করা অপেক্ষাকৃত সহজ এবং আনন্দদায়ক।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে তিনি ফেসবুকে যোগদান করবেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বেতে কম্পিউটার সাইন্সে পড়ালেখা করছেন।