Search
Close this search box.
Search
Close this search box.

facebook-twitterফেসবুক-টুইটারসহ সোশ্যল নেটওয়ার্কিং ফার্মগুলোকে ব্যবহারের শর্তাবলী আরও সহজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার এক খবরে বিবিসি জানিয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের কমন সাইন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটির এক প্রতিবেদনে ব্যবহারের শর্তাবলীকে দীর্ঘ এবং জটিল বলে উল্লেখ করা হয়েছে।

chardike-ad

এতে আরও বলা হয়, সোশ্যল নেটওয়ার্কিং ফার্মগুলোর ব্যক্তিগত গোপনীয়তার নীতি পড়তে একজন ব্যক্তিকে রীতিমত যুদ্ধে নামতে হয়। ব্যাপারটা অনেকটা শেক্সপীয়ার খুলে বসার মতো।

কমিটি জানায়, অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা ব্যবহারকারী বান্ধব নয়। আইনি জটিলতা এড়ানোর স্বার্থে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের আদালতে বসে এ নীতিমালা তৈরি করেছে।

ব্রিটিশ এমপিরা আরও জানান, ব্যবহাকারীদের তথ্য ওয়েব এবং অ্যাপস ফার্মগুলো কিভাবে ব্যবহার করে সে সম্পর্কেও তারা সজাগ নয়।

এ সম্পর্কে ব্যবহাকারীদের না জানিয়ে তাদের মানসিক অবস্থা জানতে ফেসবুকের গবেষণাকে উদ্ধৃত করা হয়।

প্রতিবেদনে কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

একইসাথে ব্রিটিশ সরকারকে এ ব্যাপারে স্টান্ডার্ড নির্ধারণ করে দেওয়ার জন্য বলা হয়েছে এ প্রতিবেদনে।

এদিকে অন্য এক খবরে জানা গেছে, ফেসবুক টার্ম এবং কন্ডিশনে পরিবর্তন এনে তা আরও সহজ করার ঘোষণা দিয়েছে। টুইটারও ইউজারদের ফোন ডাউনলোডকৃত অ্যাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যাপারে বিবৃতি প্রদান করেছে।

টুইটার জানিয়েছে, তারা শুধু অ্যাপের তালিকা সংগ্রহ করবে, অ্যাপ বা গ্রাহক সম্পর্কিত অন্য কোনো তথ্য সরবরাহ করবে না।