Search
Close this search box.
Search
Close this search box.

china-and-japan-jpgআরেকটি মাইলফলক পেরোল চীনের অর্থনীতি। বাজার মূলধনের দিক দিয়ে এবার জাপানকে ছাড়িয়ে গেল চীনের শেয়ারবাজার। খবর ফিন্যান্সিয়াল টাইমস।

২০১০ সালে জাপানকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতিতে পরিণত হয়েছিল চীন। এবার শেয়ারবাজারের মূলধন দিয়েও জাপানকে ছাড়িয়ে গেল দেশটি। জাপানি ইয়েনের মূল্যমান কমার বিপরীতে চীনের শেয়ারবাজারের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার মূলধনের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বড় শেয়ারবাজার এখন চীনের।

chardike-ad

বার্তা সংস্থা ব্লুমবার্গ জানায়, গত বুধবার দিন শেষে চীনের ইকুইটি বাজারের সার্বিক বাজারমূল্যের পরিমাণ ৪ দশমিক ৪৪৮ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে ওইদিন জাপানের বাজারের সার্বিক মূল্য ছিল ৪ দশমিক ৫০৭ ট্রিলিয়ন ডলার। শেয়ারবাজারের তথ্য সাধারণত একদিন দেরিতে প্রকাশিত হয়। তবে বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে, গত বৃহস্পতিবারই চীন জাপানকে টপকে এগিয়ে যায়।

চীনের সাংহাই কম্পোজিট সূচকটি বৃহস্পতিবার দুপুরের পরে দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়, বিপরীতে জাপানের টপিক্স সূচকটি ১ শতাংশ কমে যায়। এ দুটি সূচক এবং দুই দেশের মুদ্রার মান হিসাবে ধরলে, চীনের সার্বিক বাজারমূল্যের পরিমাণ দাঁড়ায় ৪ দশমিক ৪৮০ এবং জাপানের ৪ দশমিক ৪৭৮ ট্রিলিয়ন ডলার।

এ বছর সাংহাইয়ের সূচকটি বেড়েছে ২৪ শতাংশ। এর মধ্যে গত অক্টোবরে হংকং-সাংহাই কানেক্ট প্রকল্পটি চালু হওয়ার পর বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ। এ প্রকল্পের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন হংকং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সাংহাইয়ের পুঁজিবাজারে সহজে প্রবেশ করতে পারবেন। বণিকবার্তা।