carcrash

সৌদি আরবে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ প্রবাসী পাকিস্তানি ও সুদানের ১ নাগরিক নিহত হয়েছে।

chardike-ad

সোমবার সকালে মদিনা থেকে ৩০০ কিলোমিটার দূরে আল ওয়ালার কাছে একটি দুর্ঘটনায় ৫ পাকিস্তানি নিহত ও আর ২জন মারাত্মকভাবে আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তরা মঙ্গলবার জানিয়েছেন। নিহতদের মধ্যে ২জন নারী।

আহতদের মদিনার  কিং ফুয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার আরব নিউজের এক খবরে আরও জানানো হয়, রাজধানী রিয়াদের কাছে অপর এক দুর্ঘটনায় পাকিস্তান ও সুদানের ২ নাগরিক নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রিয়াদে ফেরার পথে একটি পাকিস্তানি পরিবারের গাড়ি বিকল হয়ে পড়ে। এসময় সাহায্যের জন্য এগিয়ে আসেন সুদানের এক নাগরিক।

রাস্তার পাশে গাড়ি ঠিক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ি তাদের চাপা দিলে ওই ২ জন নিহত হন।