A-model-of-mataf-expansion-projectসংস্কার কাজ শেষে আগামী রমজানেই কাবা শরীফের বর্ধিত মাতাফ উন্মুক্ত করবে সৌদি আরব।

কাবার সম্প্রসারণ প্রকল্পের তত্বাবধায়ক কমিটির চেয়ারম্যান ফয়সাল ফুয়াদ ওয়াফা বরাত দিয়ে মঙ্গলবার এক খবরে আরব নিউজ জানিয়েছে, আগামী রমজানেই মাতাফের গ্রাউন্ড এবং প্রথম তলা উন্মুক্ত করা হবে।

chardike-ad

কাবার সম্প্রসারণ প্রকল্পের তত্বাবধায়ক কমিটির সভায় তিনি আরও জানান, মাতাফের একবারের উপরের তলা আগামী হজে উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রসঙ্গত, কাবা শরীফের চারপাশে যে জায়গা জুড়ে তাওয়াফ করা যায় তাকে মাতাফ নামে ডাকা হয়।

সৌদি সরকারের আশা, সম্প্রসারণের পর প্রায় দ্বিগুণ মানুষ কাবা শরীফ তাওয়াফের সুযোগ পাবেন।

ফয়সাল ফুয়াদ ওয়াফা আরও জানান, বাকি ফ্লোরগুলো যথা সময়ে সম্প্রসারণ কাজ শেষে উন্মুক্ত করা হবে।