Search
Close this search box.
Search
Close this search box.

indonesia

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

chardike-ad

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই ৫ দশমিক ৮, ৪ দশমিক ৮, ৪ দশমিক ৭ এবং ৫ মাত্রার আরো চারটি ভূমিকম্প আঘাত হানে।

ইউএস জিওলোজিক্যাল সার্ভে জানায়, কোটা টারনেট উপকূল থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৪৬ কিলোমিটার।

কিছু সময় পর দক্ষিণাঞ্চলীয় মালিবাগু থেকে ৫৮ কিলোমিটার দূরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই স্থানে পরবর্তীতে সময়ে ৪ দশমিক ৮ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর বাইতুং থেকে ১৩৮ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ৪ দশমিক ৭ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে কোটা টারনেট থেকে ১৪১ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের পর ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র ৩০০ কিলোমিটারের মধ্যে হালকা আকারে সুনামি সতর্কতা জারি করেছে।

ইন্দোনেশিয়া ছাড়া ফিলিপাইন, পালাউ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, জাপান ও তাইওয়ানের কিছু অংশে সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে সুনামি সর্তকতা কেন্দ্র।

সুনামির ফলে ৩ দশমিক ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে, ২০০৪ সালে বান্দা আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি হয়। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

তথ্যসূত্র : বিবিসি ও আল জাজিরা।