মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সৌদি বাদশাহ আব্দুল্লাহ। বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন ২০১৪ সালের জরিপে এই তথ্য উঠে এসেছে।
সেই সঙ্গে বিশ্বের ১১ তম প্রতাপশালী ব্যক্তি হিসাবে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর নাম ঘোষণা করেছে। গতকাল ফোর্বস ম্যাগাজিন এ ঘোষণা দেয়।
এতে বলা হয়েছে নিষ্পত্তিমুলক সিদ্ধান্ত, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি অবদান রাখায় এ খেতাব অর্জন করেন বাদশাহ আবদুল্লাহ।
জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। দ্বিতীয় স্থানে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৃতীয় স্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রসঙ্গত, বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের মৃত্যুর পর ২০০৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ক্ষমতায় অধিষ্টিত হন। সেই সময় থেকে সৌদি আরবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারে বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় এ খেতাব অর্জন করেন বাদশাহ আবদুল্লাহ।