shakib

বুধবার সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, খুলনা টেস্ট জিততে হলে বৃহস্পতিবার প্রথম ঘন্টার মধ্যেই জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নিতে হবে। কথামত কাজও করলেন সাকিব। তার ম্যাজিকে ভর করে জিম্বাবুয়েকে তাদের প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট করেছে বাংলাদেশ।

chardike-ad

৬৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার চতুর্থ দিনের পঞ্চম ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেন সাকিব। ওভারের প্রথম বলে সাকিবের বলে সরাসরি বোল্ড হন হ্যামিলটন মাসাকাদজা। আগে দিন ক্যারিয়ারের চতুর্থ শতকের স্বাদ পাওয়া মাসাকাদজা ১৫৮ রানে সাজঘরে ফিরেন। ৩২৬ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১৫৮ রান করেন। ক্যারিয়ারের এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।

একই ওভারের শেষ বলে আরেকটি উইকেট নেওয়ার সুযোগ পান সাকিব। কিন্তু মাসাকাদাজার পরিবর্তে ব্যাটিংয়ে আসা ওয়ালার পঞ্চম বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। সহজ ক্যাচ হাতছাড়া করেন পেসার শাহাদাত হোসেন।

তবে ওয়ালারকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। ব্যাক্তিগত ৬ রানে সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন ওয়ালার। ম্যাচে এটি সাকিবের পঞ্চম উইকেট। এ নিয়ে ১৩ বার পাঁচ উইকেট পেলেন সাকিব। এবং জিম্বুাবুয়ের বিপক্ষে দ্বিতীয়।

সাকিবের পর সকালে দ্যূতি ছড়ান পেসার রুবেল হোসেন। আগের দিন ভালো বোলিং করেও উইকেট না পাওয়ার আক্ষেপে রুবেল ১২৪তম ওভারে ২ উইকেট তুলে নেন। দ্বিতীয় বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন চাতারা (০)। পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাতসাই এমশ্যাংউই (০)।

উইকেটের একপ্রান্তে আসা-যাওয়ার মিছিল লেগে থাকলেও অন্যপ্রান্তে অবিচল চাকাবা। ক্যারিয়ারের প্রথশ শতক তুলে নেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন পানিয়াঙ্গারা। তবে সেঞ্চুরি তুলে নেয়ার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি চাকাবা। ব্যক্তিগত ১০১ রানে তাইজুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পা দেন তিনি। আর এর মধ্য দিয়েই জিম্বাবুয়ের প্রথম ইনিংসের যবনিকাপাত ঘটে।