ICCগতকাল বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তালিকায় নেই কোনো বাংলাদেশী। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতার কারণেই মূলত এবার কোনো বাংলাদেশী সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিতে পারেননি। আগামী ১৪ নভেম্বর দুবাইয়ে বিজয়ীদের নাম ঘোষণা হবে।

বর্ষসেরা ক্রিকেটার: ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথুস, কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: জনসন (অস্ট্রেলিয়া), ম্যাথুস (শ্রীলংকা), সাঙ্গাকারা (শ্রীলংকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), ভিলিয়ার্স (দ. আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), ডেল স্টেইন (দ. আফ্রিকা)। বর্ষসেরা মহিলা ক্রিকেটার: শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড), মিতালি রাজ (ভারত), সারা টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)। বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), গ্যারি ব্যালান্স (ইংল্যান্ড), জিমি নিশাম (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড)। বর্ষসেরা টি২০ পারফরম্যান্স: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা)।

chardike-ad