জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও বৃহস্পতিবার ২৪ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
আজ রোববার দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদের ৭২ ঘণ্টার হরতাল পালন করছে জামায়াত। আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এই কর্মসূচি।