জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, হরতালে নাশকতা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও সড়কে টহল দেবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের প্রতিবাদে তিনদিনের হরতাল ডেকেছে দলটি।
বুধবার নিজামীর রায় ঘোষণার পর দুপুরে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান জানান, বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।