সংযুক্ত আরব আমিরাতে শারজায় স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন।
এক খবরে বুধবার বার্তা সংস্থা দ্য ন্যাশনাল জানিয়েছে, শারজাহ শহরে যাওয়ার পথে বিমানবন্দরের কাছে রাত ২টার দিকে থেমে থাকা একটি লরিকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার।
এতে পাইভেটকারে থাকা ৪ জনই নিহত হন। লরির চালক আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন আমিরাতি এবং একজন ভারতীয়।
শারজাহ ট্রাফিক পুলিশের কর্মকর্তা আবদুল রহমান সাওয়াফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। মৃতদেহগুলো আল কাশমি এবং কুয়েত হাসপাতালে রাখা হয়েছে।