নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম রায়ের পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, মাওলানা নিজামী ন্যায়বিচার পাননি। ট্রাইব্যুনালের রায় দুর্বল ও ন্যায়ভ্রষ্ট। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো।
তিনি বলেন, প্রসিকিউশন যে দুর্বল তথ্য প্রমাণ দিয়েছে তার মাধ্যমে এ রায় দেয়া হয়েছে। ট্রাইব্যুনাল আইন ও সংবিধানের মধ্যে থাকে। কিন্তু এখতিয়ারের বাইরে গিয়ে কতিপয় অবজারভেশন দেয়া হয়েছে। মাওলানা নিজামী মন্ত্রী ছিলেন এ বিষয়ে বলা হয়েছে এটি শহীদদের প্রতি অবমাননা। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি, মন্ত্রী হয়েছেন। তাতে ট্রাইব্যুনালের অসন্তুষ্ট হবার কথা নয়। ট্রাইব্যুনাল আরো বলেছেন ১৯৭১ সালের সেপ্টেম্বরের পরে আর ছাত্রসংঘের সভাপতি ছিলেন না, তাহলে তিনি কিভাবে ডিসেম্বর পর্যন্ত অপরাধ করেছেন। এটি ন্যায়ভ্রষ্ট রায়। আপিল বিভাগে অবশ্যই এ রায় টিকবে না।