Search
Close this search box.
Search
Close this search box.

Hackerমার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণের মাধ্যমে দেড় কোটি ডলার চুরির পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক হ্যাকারকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ৪১ বছর বয়সী ম্যাসাচুসেটস বাসিন্দা রবার্ট ডুবাককে ২১ মাসের কারাদণ্ড দেন নিউ জার্সির ফেডারেল আদালতের বিচারক পিটার শেরিডান।

chardike-ad

ডুবাক ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধচক্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিগ্রুপ ইনকর্পোরেটেড, জেপি মর্গান চেস অ্যান্ড কো, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেপালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক এবং প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

একই মামলার রায়ের অপেক্ষায় আছেন আরেক বিবাদী ওলেগ পিটারজ্রিয়া। রায়ের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।