সরকারি উদ্যোগে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) নির্মাতাদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৪’ নামের এ আয়োজনের উদ্যোক্তা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে সেরা নির্মাতাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। পুরস্কারের আর্থিক মূল্য মোট সাড়ে ১০ লাখ টাকা।
পুরস্কারের জন্য জমা পড়া প্রকল্পগুলো অ্যাপ বিশেষজ্ঞরা মূল্যায়ন করবেন এবং আটজনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীরা তাঁদের প্রকল্পগুলো আগামী বছর অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ প্রদর্শনীতে দেখাতে পারবেন। এ ছাড়া বিজয়ীরা ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১৫: মোবাইল কনটেন্ট গ্লোবাল কংগ্রেস’-এ সরাসরি অংশ নেওয়ার সুযোগও পাবেন।
যেসব বিষয়ে অ্যাপের প্রকল্প জমা দেওয়া যাবে সেগুলো হলো: ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং ও ভ্রমণ; সরকার ও জনসাধারণের অংশীদারত্ব, শিক্ষা, প্রশিক্ষণ, লাইফস্টাইল ও বিনোদন; পর্যটন ও সংস্কৃতি; গণমাধ্যম ও সংবাদ; পরিবেশ ও স্বাস্থ্য এবং অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন।
এই প্রতিযোগিতায় অ্যাপ তৈরিতে জড়িত যে কেউ বা যেকেনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। আবেদনের শেষ তারিখ আগামী ২০ নভেম্বর।
বিস্তারিত: www.nationalappsbd.com। —বিজ্ঞপ্তি