মার্কিন সরকার আরো ৬ রাজ্যে সম লিঙ্গের বিয়ের স্বীকৃতি দিতে যাচ্ছে। শনিবার এই ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট এসব রাজ্যে সমকামি বিয়ে নিয়ে বিতর্কে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পরই ফেডারেল সরকার এ সিদ্ধান্ত নিল।
এর মাধ্যমে আলাস্কা, আরিজোনা, ইদাহো, নর্থ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া ও উয়োমিং রাজ্যের মানুষও সম লিঙ্গের বিয়ের সুবিধা ভোগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা হাফিংটন পোস্ট, টাইমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
এরিক হোল্ডার বলেন, ‘এসব রাজ্যের সমকামি দম্পতিরা সাধারণ দম্পতিদের মতো একই আইনগত অধিকার ও ফেডারেল সুযোগ-সুবিধা ভোগ করবেন।’
তিনি বলেন, ‘নতুন ৬ রাজ্যে সমকামি বিয়ের আইনগত স্বীকৃতি দিয়ে জাতি হিসেবে মার্কিনিরা ‘সব নাগরিকের সমাধিকার’ এই স্লোগানের দিকে আরো একধাপ এগিয়ে গেলো।’
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অ্যাটর্নি জেনারেলের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি পাওয়া রাজ্যের সংখ্যা দাঁড়ালো ৩২টি। এছাড়া ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতেও এ বিয়ের স্বীকৃতি রয়েছে।