Search
Close this search box.
Search
Close this search box.

lolipopগত সপ্তাহের শেষ দিনে গুগল উন্মুক্ত করেছে তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুনতম সংস্করণ ললিপপ। এতোদিন পর্যন্ত কোডনেম ‘এল’ নামেই নতুন অ্যান্ড্রয়েডের বিভিন্ন দিক তুলে ধরেছিলো গুগল।

তো কী আছে এই ললিপপে? চলুন জেনে নেয়া যাক।

chardike-ad

প্রথমেই জেনে রাখা দরকার, ললিপপ আপাতত গুগলের নেক্সাস সিরিজের নতুন ডিভাইসেই পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে নেক্সাস সিরিজের পুরোনো ডিভাইস এবং অন্যান্য মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানও তাদের ডিভাইসে ললিপপ পাবে।

ললিপপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অনিন্দ্য সুন্দর ইউজার ইন্টারফেস। অর্থাৎ অভ্যন্তরীণ গ্রাফিক্সে বড়সড় বিপ্লবই ঘটিয়ে দিয়েছে গুগল। ইউজার ইন্টারফেস দেখলেই বোঝা যায়, দীর্ঘ সময় নিয়ে গ্রাফিক্সের কাজটাই সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করেছে গুগল। এর মানে এটি নয় যে, অন্য কিছুতে মনোযোগ দেয়নি তারা। ললিপপকে আগের যে কোনো সংস্করণের চেয়ে সর্বোচ্চ গতিসম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করেছে গুগল। এই চেষ্টায় সফলতা গুগল পেয়েছে কিনা তা বোঝা যাবে অ্যান্ড্রয়েড ডিভাইস হাতে পাওয়া গেলেই।

গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন তা হলো, গুগল এবার মেটারিয়াল বেইজ ডিজাইন করেছে। সব কিছুকেই আপনার চোখে সমান মনে হবে। যা মোবাইল অপারেটিংয়ে আপনার পূর্বের অভিজ্ঞতাকে বদলে দিবে সম্পূর্ণভাবে। একই সাথে সবকিছুকে মনে হবে নরম-কোমল। স্ক্রিনে প্রতিবার ছোঁয়া দেওয়া আপনার মধ্যে তৈরি করবে নতুন ধরনের অনুভূতি।

ললিপপে নতুন মেসেজ এলেই আপনি তা পড়ে ফেলতে পারবেন। স্ক্রিন লক থাকলেও কোনো অসুবিধা হবে না। এ ছাড়া আপনার যদি এমন কোনো অ্যাপ্লিকেশন থাকে, যা আপনি কাউকে দেখাতে চান না, সেক্ষেত্রে সংবেদনশীল অ্যাপস আপনি সরিয়ে রাখতে পারবেন। আপনার ডিভাইস অন্য কেউ হাতে নিলেও তা দেখতে পারবে না। আনন্দের বিষয় হলো গুগল এবার অফিসিয়ালি অ্যান্ড্রয়েডে বাংলা ভাষা যোগ করেছে। এমন আরো অনেক অভিনব সেবা রাখা হয়েছে ললিপপে। সম্পূর্ণ মজাটা উপভোগ করতে আরো কিছুদিন আপনাকে অপেক্ষা করতেই হবে।