Search
Close this search box.
Search
Close this search box.

printed-carকারখানায় নয়, খুব শিগগির প্রিন্টারে তৈরি হবে গাড়ি।

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি মার্কিন নির্মাতা ফোনিক্স তৈরি করেছে এমন গাড়ি যার বডির বেশিরভাগ অংশই ত্রিমাত্রিক প্রিন্টারে মুদ্রিত।

chardike-ad

স্ট্রেইটি নামের এই গাড়িটি মাত্র দুদিনে গত সেপ্টেম্বরে শিকাগোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে তৈরি করা হয়।

এর ইঞ্জিন, টায়ার, উইন্ডো শিল্ড এবং ইলেকট্রনিক্স অংশ ছাড়া বাকিটুকু প্রিন্টারের তৈরি। এর পার্টসের সংখ্যা মাত্র ৪৯টি, যেখানে সাধারণ গাড়ির ক্ষেত্রে এ সংখ্যা অন্তত ৫ হাজার।

দুই আসন বিশিষ্ট এ গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি বেগে ছুটতে পারবে। সম্পূর্ণ বিদ্যুতচালিত এই গাড়িটির দাম পড়ছে ১৭ হাজার ১০০ মার্কিন ডলার।